রাজনীতি

ব্রেকিং: ভারতকে যে হুমকি দিয়ে বললেন যদি না পারি আমার নাম শেহবাজ শরিফ নয়

ভারতকে অর্থনৈতিক ও উন্নয়নের দিক দিয়ে পেছনে ফেলতে না পালে ‘আমার নাম শেহবাজ শরিফ থাকবে না’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রোববার (২৩ ফেব্রুয়ারি) পাঞ্জাবের দেরা গাজী খান এলাকায় এক জনসভায় তিনি এমন মন্তব্য করেন।তিনি বলেন, ‘আমরা একদিন না একদিন ভারতকে পেছনে ফেলে দেব। আর তা করতে না পারলে আমার নামও শেহবাজ শরিফ নয়। আমরা দিনরাত কাজ করে পাকিস্তানকে একটি মহান জাতিতে পরিণত করব এবং ভারতের চেয়ে এগিয়ে যাব।’

শেহবাজ শরিফ জনগণকে আশ্বস্ত করেছেন যে, তার সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে কাজ করছে, যার লক্ষ্য বিদেশি ঋণের উপর পাকিস্তানের নির্ভরতা কমানো। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আর ঋণের উপর নির্ভর করব না। আমার নেতৃত্বে, পাকিস্তান একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলে নিজের পায়ে দাঁড়াবে।’

তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির নিচে বেশিরভাগ মানুষকেই সমালোচনা করতে দেখা গেছে। অনেকেই বলেন, শেহবাজ বড় বড় প্রতিশ্রতি দেন, কিন্তু কাজ করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *