রাজনীতিসারাদেশ

চাল লুটের ঘটনায় বিএনপির ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৩ নং উদাখালী ইউনিয়নে ভিজিএফের চাল লুটপাটের ঘটনায় বিএনপির চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৩ মার্চ) স্থানীয় ইউপি চেয়ারম্যান আল-আমিন আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। 

জানা যায়, গত ১৯ মার্চ সকালে উদাখালী ইউনিয়ন পরিষদে ত্রাণ তহবিল থেকে পাঠানো ভিজিএফ চাল বিতরণ চলছিল। সেখানে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন। তার দেয়া প্রত্যায়নপত্র অনুযায়ী, ৪ হাজার ৭৮টি স্লিপের বিপরীতে ৪০ দশমিক ৭৮০ মেট্রিক টন চাল ১ হাজার ৩৫৯টি বস্তায় ছিল। এর মধ্যে ১ হাজার ৩৩৪টি বস্তা বিতরণ করা হয়ে যায়। এরপর বিকেল ৩ টার দিকে একদল লোক গোডাউনের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং ভিজিএফের চাল লুটপাট শুরু করে। এ সময় তারা মেঝেতে পড়ে থাকা চালসহ মোট ২৫ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গত রোববার (২৩ মার্চ) ফুলছড়ি উপজেলার ৩ নং উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদ গাইবান্ধা জেলা জজ কোর্টে বাদী হয়ে মামলা করেন। 

মামলায় আসামি করা হয়েছে- উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সভাপতি ইয়াছিন আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান। 

এ বিষয়ে স্থানীয় কালিরবাজার গ্রামের জহুরুল ইসলাম বলেন, চাল লুটের ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। 

উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, চেয়ারম্যান নিজেই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে এবং আমাদেরকে ফাঁসানোর জন্য এই মামলাটি করেছেন। যারা চালের বস্তা নিয়ে গেছে তাদেরকে আসামি না করে আমাদের কেন আসামি করা হয়েছে? 

উদাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো। আমরা এই মামলার তীব্র নিন্দা জানাচ্ছি।অন্যদিকে, চেয়ারম্যান আল-আমিন আহমেদ বলেন, যারা চালের বস্তা লুট করেছেন, তারা সবাই উদাখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে তারা এই লুটপাট চালিয়েছে। এর আগেও তারা ১ হাজার স্লিপ দাবি করেছিল, কিন্তু তা না দেয়া হলে তারা এমন ঘটনা ঘটায়। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *