রাজনীতি

ব্রেকিং: একাধিক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্য – কে কে তালিকায়

একাধিক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। রাশিয়াকে যারা আর্থিক সহায়তা করেছেন তাদেরকে ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর তিন বছর পূর্তিতে এমন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

যুক্তরাজ্য সরকার বলছে, যেসব ব্যক্তিদের রুশ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তারাও নতুন নিষেধাজ্ঞার আওতায় আসবেন। তাদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীও থাকতে পারেন।

ব্রিটিশ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস বলেছেন, মস্কোতে পুতিনের বন্ধুদের জন্য একটি সহজ বার্তা দিচ্ছেন তিনি। আর তা হলো ‘আপনাদের যুক্তরাজ্যে স্বাগত জানানো হবে না।’

এক বিবৃতিতে তিনি বলেন, যেসব ধনী ব্যক্তি রুশ জনগণকে অগ্রাহ্য করে অবৈধ ও অন্যায্য এই যুদ্ধে অর্থায়নের মধ্য দিয়ে নিজেরা আরও ধনী হয়েছেন, তাদের জন্য যুক্তরাজ্যের দুয়ার বন্ধ করতে নতুন নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে যাবেন। ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে এ সফর করবেন তিনি। তার আগে আজ সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো হোয়াইট হাউসে যাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *