রাজনীতি

সারাদেশে চাঁদাবাজি করছে এখন কারা?

সারাদেশে ছাত্রদল চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, দেশের চলমান বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘পথ অনুসরণ করছে’।  রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, অপরাধীদের হাত বদল হলেও অপরাধ আগের মতই চলছে। সারাদেশে শত শত জায়গায় চাঁদাবাজি, দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশে কোনো পরিবর্তন হয়েছে।

খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ ধরে শিবিরের সভাপতি বলেন, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা করে তার দায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে। যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে। খুলনার শিববাড়ীতে তাদের মিছিলে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেয়া হয়। এমন ভয়ঙ্কর স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম, ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি।

ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘শিবির কোবানো বা কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে’ এমন বীভৎস ঘোষণা দিচ্ছে। 

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় দ্রুত বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে বলেন শিবির সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *