রাজনীতি

গোপালগঞ্জে অভিযানের সময় হামলা, আহত হলেন কারা?

গোপালগঞ্জে অভিযান চালানোর সময় বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা। এতে বিএসটিআই চার কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। 

বিএসটিআই এর উপ-পরিচালক মো. আশরাফুল আলম জানান, দুপুরে স্থানীয় স্বর্ণপট্টিতে নিয়মিত তদারকিতে যায় বিএসটিআই এর কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বিএসটিআই এর অনুমোদিত বাটখারা ব্যবহার করার কথা বলায় স্বর্ণ ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়। এর এক পর্যায়ে ব্যবসায়ীরা অভিযানে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন। মারাত্মক আহত দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, ঘটনাটি শুনেছি তবে এখন পযর্ন্ত কেউ অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *