বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, যা বললেন গুলিবিদ্ধ যুবক
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
গুলিতে মোবাশ্বের হোসাইন (২৬) নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাশ্বের হোসাইন গণমাধ্যমকে জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে। তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মঞ্জুর মোরেশদ জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে।
গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, একজন ছাত্রের হাতে গুলি লেগেছে বলে শুনেছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।