ক্ষমতায় থাকা নিয়ে যা জানালেন আসিফ নজরুল
কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করা হবে। ছয় সংস্কার কমিটি ২ হাজার সুপারিশ করেছে।
ড. আসিফ নজরুল বলেন, ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইন আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছেন। যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে। আশু করণীয় কিছু বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যের প্রয়োজন হবে। ফেব্রুয়ারি মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।
আইন উপদেষ্টা জানান, যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার বিবেচনা করে বাস্তবায়ন করবে। বড় ইস্যুগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে।
শনিবার বিকেলের পর বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে আলাদা আলাদা ৬টি ফাইলে অন্তর্বর্তী সরকার গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে আসিফ নজরুল জানিয়েছেন, ছয় কমিশনের প্রধানরা তাদের আশু করণীয় এবং সংস্কার বিষয়ে মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে কী করা যেতে পারে, সে বিষয়ে সুপারিশনামা পেশ করবেন। এই সুপারিশ এবং সংস্কার প্রতিবেদন আমরা রাজনৈতিক দল এবং জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেব।
তাদের সঙ্গে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে। আমরা আশা করছি এ বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হবে। ওই সভার সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।