ব্রেকিং: ভোটের জরিপে এগিয়ে যে দল – জানা গেলো এইমাত্র
দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে। তাতে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ৪১ দশমিক ৭ শতাংশ ভোট পাবে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, তাদের ভোট দেবে ৩১ দশমিক ৬ শতাংশ ভোট।
শনিবার (৮ মার্চ) প্রকাশিত উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতায় ছিল ব্রেন এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপটি চালানো হয়। এতে সারাদেশের ১০ হাজার ৬৯৬ জন অংশগ্রহণ করেন।
পরবর্তী জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট দেবেন- এমন প্রশ্নের জবাবে ৬৫ শতাংশ ভোটার তাদের মতামত প্রকাশ করেছেন। এর মধ্যে ৪২ শতাংশ বিএনপিকে সমর্থন করেছেন, ৩২ শতাংশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন, আর আওয়ামী লীগ পেয়েছে মাত্র ১৪ শতাংশ ভোটারের সমর্থন।
জরিপের ফল আরও বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ, গণ অধিকার পরিষদ শূন্য দশমিক ৫ শতাংশ, গণ সংগতি আন্দোলন শূন্য দশমিক ২ শতাংশ এবং অন্যান্য তিনি দশমিক ৩ শতাংশ ভোট পাবে।