রাজনীতি

এই মাত্র পাওয়া: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান রাব্বি হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিমের দোকান ভাংচুর ও লুটপাট মামলার এজহারভুক্ত আসামি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার নেতৃত্বে ও প্রত্যক্ষ অংশগ্রহণে গত জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়।

২০২৩ সালের ৪ আগস্ট বিকেলে পৌরসভার টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে ও পৌরসভা ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ কবির হিমেল সরকার ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাব্বিসহ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *