রাজনীতি

ব্রেকিং: এইমাত্র আটক হলেন ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে আবু সালমান প্রধানকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী আবু সালমান প্রধানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’ এর অন্যতম সক্রিয় সদস্য। ডিবি পুলিশ জানায়, সাবেক ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে আইডি খুলে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরণের কর্মসূচি সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন। 

এছাড়াও তিনি ‘জয় বাংলা জুম ব্রিগেড’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এছাড়া সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার এই কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলাবাহিনী তাকে নজরদারিতে রাখার পর তাকে অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *