রাজনীতি

ব্রেকিং :শাজাহান খান আগামী নির্বাচনে অংশ নিবে বলে যা জানালেন। ….

কারাগার থেকে মুক্তি পেয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার আশায় দেশবাসীর দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার (৫ মার্চ) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে আদালতে তোলার সময় এ কথা বলেন তিনি।

এদিন সকাল ১০টা নাগাদ আদালতে তোলা হয় শাজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, আতিকুল ইসলাম ও সোলায়মান সেলিমসহ অন্যান্য আসামিকে। এ সময় এক সাংবাদিক তার খোঁজ নিলে শাজাহান খান বলেন, ‘আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।’

সাংবাদিক জানতে চান, কী দোয়া করবো? জবাবে তিনি বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি।এ সময় ওই সাংবাদিক মন্তব্য করেন, সবাই বলছে, আপনারা দেশের বারোটা বাজিয়েছেন। উত্তরে শাজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে, সেটা সামনে প্রমাণিত হবে।

পরে আদালতের কাঠগড়ায় তোলা হয় আসামিদের। সকাল ১০টা ১৫ মিনিটে বিচারক এজলাসে বসলে তাদের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। আদালত একে একে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালত চত্বর থেকে হাজতখানায় নেয়ার সময় আবার আরেক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি এত হাসেন কেন?’ জবাবে শাজাহান খান বলেন, ‘আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *