কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ-দেখে নিন ঐখানের পরিস্থিতি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে অনুষ্ঠানস্থলে দলে দলে আসতে শুরু করেছে ছাত্র-জনতা। এরই মধ্যে নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর, শাহবাগ, উত্তরা, রমনাসহ বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।কথা হয় নওগাঁ থেকে আসা তবিবুর হাসানের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, অনেকদিন পর একটি স্বাধীন ছাত্র সংগঠনে যুক্ত হয়েছি। কোনো জোর জবরদস্তি নেই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব ছিলেন, তাদের নেতৃত্বে রাজনীতি করাটা অনেক সৌভাগ্যের।বিজ্ঞাপন
ফেনী থেকে আগত আজিজুল হক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন দল সবসময় দেশের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে থাকবে।