রাজনীতি

শেখ পরিবারের নামে থাকা জিনিস নিয়ে যে সিদ্ধান্ত নিলো ড. ইউনুস

বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও শেখ রাসেলের নামে থাকা তিনটি উন্নয়ন একাডেমির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’-এর নাম পরিবর্তন করে ‘পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর’-এর নাম ‘পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর’, এবং ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর’-এর নাম ‘পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের মতে, অন্যান্য পল্লী উন্নয়ন একাডেমির নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পরিবর্তন করা হয়েছে।

বৈঠকে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, এনআইডি সংক্রান্ত কাজ আগের মতোই নির্বাচন কমিশনের অধীনেই চলবে।

এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও এ-সংক্রান্ত সেবা নির্বাচন কমিশনের (ইসি) হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে আইন পাস হয়েছিল। সরকার প্রজ্ঞাপন জারি করে যে তারিখ নির্ধারণ করবে, সে তারিখ থেকে এই আইন কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত ইসির মাধ্যমেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশের খসড়াও বৈঠকে অনুমোদিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *