স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আন্দোলন নিয়ে যা জানালেন হাসনাত আব্দুল্লাহ….
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে যে আন্দোলন হয়েছে, তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি রয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জানান, ‘সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি। জনজীবনে যেন গণআতঙ্ক না ছড়ায়, সে বিষয়ে আমরা কাজ করছি।’
দেশে সার্বিকভাবে একটি পট পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষ ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। সার্বিক বিষয়গুলোতে মানুষ মেন্টালি ট্রমাটাইজড। বিষয়গুলো আমরা অ্যাকনলেজ (স্বীকার) করছি। একইসঙ্গে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, সেটিকে অ্যাকনলেজ করছি।হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জাতীয় নির্বাচন যখন আগে হয়ে যায়, আমরা দেখেছি সংসদ সদস্যদের একটি প্রবণতা থাকে স্থানীয় সরকারে প্রভাব বিস্তার করার। তাদের আত্মীয়-স্বজন-ভাইকে দিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…এসব বিষয়ে আধিপত্য রাখার চেষ্টা করা হয়। আমরা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি (স্বচ্ছ ও অংশগ্রহণমূলক) নির্বাচনের কথা বলছি। সেই জায়গা থেকে আমাদের অতীতের যেই অভিজ্ঞতা রয়েছে তাতে খুব বেশি সুখস্মৃতি নেই।