রাজনীতি

গরম ব্রেকিং :এই মাত্র বিএনপির কোন ২ দিনের কর্মসূচি দিলো?

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। এর অংশ হিসেবে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হবে। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ পয়েন্টসহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার ১১টি পয়েন্টে তাঁবু খাঁটিয়ে একই সময়ে এ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাট রেলসেতুর পাশে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫টি জেলার সবগুলো পয়েন্টে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করা হবে।

অন্যদিকে কর্মসূচির দ্বিতীয় ও শেষদিনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে সবগুলো পয়েন্টে ভার্চ্যুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

সারাদিন ও রাতব্যাপী কর্মসূচির মধ্যে নাটক, জারিগান, যাত্রাপালা, গম্ভীরা ছাড়াও নেতাদের বক্তব্য, প্রদর্শনীসহ বেশকিছু কর্মসূচি থাকবে। এছাড়া অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য স্পটগুলোয় চাল ও নতুন আলু দিয়ে খিচুড়ি রান্না করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *