এক যুগ পর দেশে ফিরলেন বিএনপিনেতা
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহিদুজ্জামান কাকনের দেশে ফেরা উপলক্ষে কটিয়াদী উপজেলা সদর বাসস্ট্যান্ডে সংবর্ধনা ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশস্থলে পৌঁছার পর শহিদুজ্জামান কাকনকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহিদুজ্জামান কাকন বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাকে দীর্ঘ প্রবাস জীবন কাটাতে হয়েছে।
শহিদুজ্জামান কাকন আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য শিহাব উদ্দিন আহমেদ ফরহাদের সঞ্চালনায় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।