ধানমন্ডি ৩২: আন্ডারগ্রাউন্ডের পানি সরিয়ে কি পেলো ফায়ার সার্ভিস?
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ‘রহস্যজনক’ আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস।
সেচের কাজ শেষ হয়েছে জানালেও কিছু পাওয়া-না পাওয়ার বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ধানমন্ডি ৩২ এর ওই বাড়ির ধ্বংসস্তূপের নিচে পাম্প বসায়। এরপর জমে থাকা পানি নিষ্কাশন করে ফিরে আসে।
এদিক বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সরেজমিনে দেখা গেছে, ভবনের নিচে থেকে সেচযন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি। আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরা দেখা গেছে।
সেচযন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে ফেলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের বাড়ি সম্প্রতি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ওই ঘটনার পর সেখানকার একটি ভবনের নিচে কয়েক তলা ফ্লোরের সন্ধান মেলে।
অনেকের সন্দেহ, সেই আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্টে গোপন আটককেন্দ্র বা ‘আয়না ঘর’ থাকতে পারে। সেই রহস্য উন্মোচনেই আজ ভবনের নিচে জমে থাকা পানি তুলে ফেলার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে বলার মতো কিছুর সন্ধান মেলেনি।
পানি সেচের সময় সেখানে ভিড় জমায় উৎসুক জনতা। সেসময় ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, বৃষ্টির পানি নিচে গিয়ে জমে থাকতে পারে।